গোলাঘাটি বাজারের দুঃসাহসির চুরি গোলাঘাটি বাজারের মোবাইল দোকান থেকে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় নিশি কুটুম্বের দল ।সংবাদে প্রকাশ পঙ্কজ দে নামে মোবাইল দোকানের মালিক শুক্রবার সকালে খবর পায় তার দোকানে চুরি হয়েছে তৎক্ষণাৎ দোকানে ছুটে এসে দেখে দোকানের চার চারটি তালা ভেঙে চোরের দল দোকানে হানা দিয়ে দোকান থেকে পাওয়ার ব্যাংক মোবাইল স্মার্টওয়াচ এবং অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় খবর দেওয়া হয় টাকারজলা থানায় টাকারজলা থানার পুলিশ এসে তল্লাশি করে চলে যায়। গোলাঘাটি বাজার ব্যবসায়ীদের অভিযোগ কোনরকম পুলিশী টহলদারি না থাকার জন্যই চোরের দলের এই উৎপাত।