স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আজাদীকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে রবিবার উদয়পুর Rk পুর থানার পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের হয়। এদিনের শোভাযাত্রাটি থানা থেকে বের হয়ে উদয়পুর, বাগমা, মাতাবড়ি পরিক্রমা করে। এই দিন এই রেলি তে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার স্বাসত কুমার, মহকুমা পুলিশ আধিকারিক দ্রব নাথ, Rk পুর থানার OC বাবুল দাস থানার সেকেন্ড OC দেবব্রত বিশ্বাস সহ ২ই ফাঁড়ি থানার OC।এই রেলির মাধ্যমে মানুষ কে সচেতন করা হয় যান দুর্ঘটনা, সাইবার ক্রাইম সহ নেশার নিয়ে।খুব জাকজমক ভাবে শোভাযাত্রাটি সম্পন্ন হয়।